ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

এখনও হাথুরুর বিদায় চান বিসিবির বর্তমান সভাপতি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২২ আগস্ট ২০২৪, ১২:০৬ দুপুর

দেশের ক্রিকেটে বর্তমানে আলোচিত একটি নাম কোচ হাথুরুসিংহে। তার নানা ভুল সিদ্ধান্তের কারণে সবশেষ দুই বিশ্বকাপে সফল হতে পারেনি টাইগাররা। তারপরও তাকে আগলে রেখেছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এই কোচ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ইতোমধ্যে তার বিকল্প নিয়েও ভাবা শুরু করেছেন তিনি।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব কাঁধে নিয়েই মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ সংবাদ সম্মেলন করেন ফারুক আহমেদ।

এই সময় হাথুরু ইস্যুতে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দেশের ক্রিকেটের ভালোর জন্য হাথুরুকে বাদ দেওয়া উচিত। সেই প্রসঙ্গ টেনেই প্রশ্ন তোলেন হাথুরু ইস্যুতে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নতুন সভাপতি।

জবাবে তিনি বলেন, চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত