ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

অলিম্পিক ফুটবলে ফ্রান্সের কাছে হেরে বিদায় আর্জেন্টিনার


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৩ আগস্ট ২০২৪, ১০:৪২ দুপুর

প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবলে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স ফ্রান্স মিশর ও মরক্কো। শুক্রবার (০২ আগস্ট) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল হারের প্রতিশোধ নেয় ফ্রান্স। প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে মিশর। দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট পায় কাতার বিশ্বকাপে চমকে দেয়া মরক্কো। 

ফ্রান্সের স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের মাসচেরানোর দল। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা। উল্টো ম্যাচের ৫ মিনিটে মাইকেল ওলিসের ক্রসে হেডে বল জালে জড়ান ফিলিপ্পে মাতেতা। শেষ পর্যন্ত ওই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মিশর। ম্যাচের ৭১ মিনিটে গোল হজম করে দলটি। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে সেই গোল শোধ দেয় তারা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও কোন দল গোল না পাওয়ায় টাইব্রেকারের মিমাংসায় সেমিতে পা রাখে মিশর। শেষ চারের ম্যাচে তারা ফ্রান্সের বিপক্ষে খেলবে।  

এদিকে একই দিনে অনুষ্ঠিত আরেক ম্যাচে বড় চমক দেখিয়েছে মরক্কো। যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। প্রথমার্ধে ২৯তম মিনিটে সুফিয়ান রাহিমির পেনাল্টি থেকে গোল পেয়ে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত