লেবাননে যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত দিলেন নেতানিয়াহু
আরবান ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ রাত
অবরুদ্ধ গাজায় উপত্যকার সংঘাত এখন ফিলিস্তিন ছাড়িয়ে পাশ্ববর্তী লেবানন, ইয়েমেন ও ইরাকেও ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লেবানন। দেশটির সশস্ত্র গোষ্ঠী গাজা যুদ্ধের প্রায় শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়েছে।গত দুই মাস ধরে লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েল। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। তবে নেতানিয়াহু বলেছেন তিনটি শর্ত মানলে তিনি লেবাননে অভিযান বন্ধ করে দেবেন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর প্রথম শর্তই হচ্ছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরে যেতে হবে।
এরপর সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামারিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু চলমান সংঘাতের ‘সাতটি ফ্রন্ট’- গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়া- সবগুলোর নেপথ্যে ইরান রয়েছে অভিযোগ করেছেন।
হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা হামলার অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে মধ্যস্থতা করছে।
তারই একটি রুপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শোনা যাচ্ছে, হিজবুল্লাহ এই প্রস্তাব গ্রহণ করেছে। তবে প্রস্তাবের বিপরীতে তিনটি শর্ত দিয়েছেন নেতানিয়াহু।