ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

১১ দফা দাবি না মানলে ‘রেমিট্যান্স শাটডাউনে’র হুঁশিয়ারি প্রবাসীদের


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ দুপুর

কোনো প্রবাসীর বিদেশে মৃত্যু হলে রাষ্ট্রীয় খরচে দেশে মরদেহ আনাসহ ১১ দফা দাবি জানিয়েছেন প্রবাসীরা। দাবি বাস্তবায়ন না হলে রেমিট্যান্স না পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ১১ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ওমান প্রবাসী কামরুল আলম বলেন, প্রবাসীরা চূড়ান্তভাবে দেশে ফিরে এলে তাদের অবসর ভাতা দিতে হবে। প্রবাসীরা ছুটিতে দেশে এসে কিংবা প্রবাসে কোনো কারণে মারা গেলে বা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ববরণ করলে এককালীন তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সব প্রবাসীর পরিবারকে বিশেষ স্মার্ট কার্ড দিতে হবে। পাসপোর্ট, ভিসা বা আকামা কপি ব্যবহারের মাধ্যমে প্রবাসীদের সহজ শর্তে প্রবাসীকল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংক থেকে সহজ শর্তে সুদমুক্ত বাড়ি নির্মাণ, ব্যবসাসহ অন্য ঋণ দিতে হবে। দেশে প্রবাসীদের নামে মামলা হলে তা ৯০ থেকে ১২০ দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। প্রবাসে কোনো সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে। প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা সৃষ্টি করতে হবে। অসুস্থ হয়ে দেশে আসা প্রবাসীদের সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা দিতে হবে। প্রবাসীদের পরিবারের সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা গ্রহণ করবে। বিমানবন্দরে কোনো ধরনের লাগেজের ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের জন্য ২০ হাজার টাকা সাত দিনের মধ্যে দিতে হবে। অভিবাসনের ক্ষেত্রে এবং বিদেশ যাত্রায় হয়রানি প্রতিরোধ করতে হবে এবং বিমানবন্দরে জটিলতা নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত