মদনে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৩:৩৬ রাত
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে। ভূমি অধিকার,সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে গত (৮ জুন) থেকে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
আগামী ১৪ই জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে সোমবার (১০জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলা সহকারী ভূমি কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি এটি,এম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম,ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি। এছাড়া আরোও উপস্থিত ছিলেন উপজেলা সার্বিয়ার ভূমি কেশব লাল দেব,মদন পৌরসভার সহকারী কমিশনার ভূমি রূপক সরকারসহ বিভিন্ন ইউনিয়নের সহকারী কমিশনার ভূমি ও গণমাধ্যম কর্মীগণ।