ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মার্কিন সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে ১৮ লাখ


  নিউজ ডেস্ক

প্রকাশ :  ২১ জানুয়ারী ২০২৪, ১০:২৯ রাত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাডভাইজার-১, হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি বা পাবলিক হেলথ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

পোস্টগ্র্যাজুয়েশন ট্রেনিং ও এসআরএইচে ক্লিনিক্যাল সেবা দেওয়ার অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এসআরএইচআর বিশেষ করে পরিবার পরিকল্পনা, এমআর, পিএসিতে ৫ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ট্রেনিং ডিজাইন, ট্রেনিং কনডাকশন ও মনিটরিংয়ে দক্ষ হতে হবে। বাংলাদেশের পাবলিক হেলথ সিস্টেম বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে।

উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পিএসসিতে নন-ক্যাডারে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে চাকরির সুযোগ
চাকরির ধরন: প্রাথমিকভাবে এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে ১৭ লাখ ৭৪ হাজার ১৫২ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইপাসের ক্যারিয়ার-সংক্রান্ত
Ipas Careers ওয়েবসাইটে কভার লেটার, দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি, ২০২৪।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত