ফুলপুরে ইউপি সদস্যের মুক্তির দাবিতে মানববন্ধন

আরবান ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:১৪ দুপুর
_original_1747203195.jpg)
ফুলপুরের এক ইউপি সদস্যের মুক্তির দাবিতে এলাকাবাসি মঙ্গলবার ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছেন।
উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সফর গত ২২ এপ্রিল একটি নাশকতা মামলায় গ্রেফতার হন। তার মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জালাল উদ্দিন, রিনা আক্তার, মর্জিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহ আমজাদ হোসেন, গ্রেফতারকৃত ইউপি সদস্যের ছেলে সৈয়দ রিফাত প্রমুখ।
বক্তারা জানান, সে রাজনীতির সাথে জড়িত না। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বাদি সমন্বয়ক মমিনুল হক মামলা থেকে বাঁচানোর কথা বলে ২লাখ টাকা দাবি করেছিল। অবিলম্বে মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি করছি।
এ ব্যাপারে বাদি মমিনুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি জানান, তথ্য প্রমানের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।