ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

রাজধলা বিলপাড়ে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ রক্ষার্থে করণীয় শীর্ষক আলোচনা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ নভেম্বর ২০২৪, ০৬:০২ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় ঐহিত্যবাহী রাজধলা বিলপাড়ে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ রক্ষার্থে আমাদের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) বিকালে নবনির্মিত রাজধলা মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক জাকির আহমদ খান কামালের সভাপত্বিতে ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান।

প্রধান আলোচক ছিলেন পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল হক রতন। 

বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জগৎ মনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আহাম্মদ খান রতন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদিউজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য দীপক সরকার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার গণমাধ্যমকর্মীবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, এসিক্লাব প্রতিনিধি, রেডলাইন নেতৃবৃন্দ, পূর্বধলা হেল্পলাইন প্রতিনিধি, রাজধলা শিশু ফোরাম প্রতিনিধি, আরবান একাডেমি দর্শনার্থীসহ বিভিন্নস্তরের মানুষ। 

ঐতিহ্যবাহী রাজধলা বিলে দর্শনার্থীদের সমাগম দিন দিন বেড়েই চলছে। বিলটি পর্যটনের আওতায় না আসলেও বর্তমানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে একটি মিনি শিশু পার্ক নির্মাণ করায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসছে।

আলোচনায় নানা বিষয় উঠে আসে। বিলপাড়ের দর্শনার্থীরা যাতে ইভটিজিং বা হয়রানির  শিকার না হয়। কেউ যাতে কোন অনৈতিক কাজের মাধ্যমে বিলের পরিবেশ নষ্ট করতে না পারে। মাদক, নেশা মুক্ত পরিবেশ নিশ্চিত, স্কুল কলেজ চলাকালীন সময়ে কোন শিক্ষার্থী যাতে বিলপাড়ে ঘোরাফেরা করতে না পারে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে ময়লা নির্দিষ্টস্থানে ফেলার আহবান ইত্যাদি বিষয়ে দাবি তোলে পরামর্শ দেয়া হয়। তাছাড়া শিশু পার্কে ইলেক্ট্রিক রাইড নির্মান, বিলপাড়ে যাওয়া আসার জন্য স্বতন্ত্ররাস্তা নির্মানের দাবী করা হলে তার ব্যবস্থা করা হবে বলে দায়িত্বশীলরা আশ্বস্থ করেন তাছাড়া রাইডগুলো রক্ষনাবেক্ষনে সবাইকে নজর রাখার আহবান জানানো হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত