পূর্বধলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১১:২৪ দুপুর
_original_1717845256.jpg)
"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে।
শনিবার (০৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে এ সেবা সপ্তাহের উদ্বোধন হয়, চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সার্ভেয়ার হাদিউল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনসচেতনতামূলক সভায় বক্তারা স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করনে নাগরিকদের স্মার্ট হতে এবং দালাল মুক্ত ভূমি সেবা নিশ্চিতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।