ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার 


  মোস্তাক আহমেদ খান

প্রকাশ :  ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪০ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান ওরফে রতন (৪৯)। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের রাজিবপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং ইচুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, অনুমান ২ মাস পূর্বে একই গ্রামের মিজানুর রহমান ওরফে এলাহানের স্ত্রী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে পূর্বধলা থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়। উক্ত মামলার এজহারভূক্ত আসামী হিসেবে পূর্বধলা থানার এস আই মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওরফে রতনকে গ্রেপ্তার করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, হাবিবুর রহমান ওরফে রতনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত