তারাকান্দায় সেফটি ট্যাংকির ভিতর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

এস এম হোসেন আলী
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৫০ দুপুর

ময়মনসিংহের তারাকান্দায় কাকনী ইউনিয়নের দাদরা গ্রামের মোঃ ফরিদুল(৩৫)এর বাড়ীর সেফটি ট্যাংকির ভিতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ জুলাই বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে-সকাল থেকে প্রতিবেশী ফরিদুলের বাড়ী থেকে দূরগন্ধ ছড়াতে শুরু করে। তবে কোথা থেকে এমন দূরগন্ধ ছড়াচ্ছে কেউ তা সনাক্ত করতে পারছিলনা।ঢাকায় থাকেন ফরিদুলের বাড়ির সকল লোকজন। পরে খোঁজ পাওয়া যায় সেফটি ট্যাংকি থেকে ছড়াচ্ছে দূরগন্ধ। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশী তদন্তে বেরিয়ে আসে দূরগন্ধের উৎস।সেখানে মিলে অজ্ঞাত নারীর মরদেহ।
এ বিষয়ে তারাকান্দা থানার (ওসি) মোঃ টিপু সুলতান বলেন-দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে।যে বাড়ীটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে কেউ থাকেন না।প্রাথমিকভাবে মনে হচ্ছে মরদেহটিকে গোমের উদ্দেশ্যে এখানে ডাম্পিং করা হয়েছে।bআমরা অনুসন্ধান চালাচ্ছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মোঃ মাকসুদুর রহমান।
অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।