ময়মনসিংহে ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

এস এম হোসেন আলী
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৪৮ দুপুর
_original_1751618875.jpg)
ময়মনসিংহের তারাকান্দায় ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
বিল্লাল হোসেন উপজেলার ১০ বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামের (সরকার বাড়ির) আঃ মালেকের ছেলে।
৩ জুলাই-২০২৫ ইং তারিখ রাত প্রায় ২ টার দিকে উপজেলার ১০ বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামের (সরকার বাড়ি) থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভিকটিমের পরিবার জানান, ২ জুলাই বুধবার সন্ধ্যা প্রায় সাড়ে ৬ টার দিকে আমাদের শিশু মেয়েকে পাশের বাড়ির আঃ মালেকের ছেলে বিল্লাল হোসেন (১৮) তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাঁর মা শুনতে পেয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে অভিযুক্তের ঘর থেকে উদ্ধার করে মেয়েকে নিজ ঘরে নিয়ে আসে এবং কিছুক্ষণ পর মেয়েটি যখন প্রস্রাব করতে যায় তখন রক্তক্ষরণ দেখে তাঁদের পরিবারের লোকজন সন্দেহ পোষণ হয় এবং শিশুটির অবস্থা তখন আশংকাজনক দেখে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এমতাবস্থায় তারাকান্দা থানা পুলিশকে ঘটনার বিষয়টি জানালে পুলিশ এসে ভিকটিমের ঘরের খাটের নিচে লুকানো অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশু মেয়েকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন নামক একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। থানায় মামলা হয়েছে।আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।