ফুলপুরে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু

মোতালেব সরকার
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:০৬ বিকাল

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ৩ জুলাই সকালে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের খাল সাইদ কোনা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী নাবিল খান (১২) উপজেলার পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও নাজমুল হাসান বাচ্চুর পুত্র।
বৃহস্পতিবার সকালে পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কড়ই গাছে পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।