গাইবান্ধার এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ, থানায় এজাহার দায়ের

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৩:০৫ দুপুর
_original_1751533447.jpg)
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কুকড়াহাট গ্রামের রনজিত চন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে অপহরণের অভিযোগ উঠেছে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে জাকিরুল ইসলামের বিরুদ্ধে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট গ্রামের রনজিত চন্দ্রের পরীক্ষার্থী মেয়ে ২৬ জুন বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় পরীক্ষা দিয়ে বাড়ীতে আসে। পূবে থেকে ওথ পেতে থাকা পাশ্ববর্তী লম্পট জাকিরুল ইসলাম সঞ্জিতাকে বিভিন্ন প্রকার প্রলোভন দিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এবিষয়ে পরের দিন ২৭ জুন সঞ্জিতার পিতা সাঘাটা থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার ৫দিন পেড়িয়ে গেলেও কোন প্রতিকার না পেয়ে ১লা জুলাই পুনরায় থানায় একটি এজাহার দায়ের করেন।
এবিষয়ে সঞ্জিতার পরিবার জানান,আমরা সনাতনধর্মী মানুষ আমাদের মেয়েকে একটি মুসলিম পরিবারের ছেলে কি ভাবে প্রেমের প্রস্তাব দেয় এবং অপহরণ করে নিয়ে যায়।আমাদের মেয়ে কে পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জোড় দাবি জানাচ্ছি।
এঘটনার বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনর্চাজ মোঃ বাদশা আলম জানান,এজাহার পেয়েছি তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।