বাংলা নববর্ষ উপলক্ষে খালিয়াজুরী বিএনপির মিলনমেলা

সোহান তালুকদার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৪২ দুপুর

খালিয়াজুরী উপজেলা বিএনপির উদ্যোগে বাংলা নতুন বছর ১৪৩২ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা আরম্ভ হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন উপজেলা বিএনপি পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর হাওরের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈশাখী শোভাযাত্রা ও মধ্যাহ্ন ভোজ শেষে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান কেষ্টু উপজেলা বাসীকে নববর্ষ শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একতাবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। দলের ভাবমূর্তি যাতে ক্ষুন্ন না হয় সে জন্য সর্বদায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
এরপর উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন বলেন, নতুন বছরে সকল প্রকার হিংসা ভুলে গিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান
উক্ত মিলনমেলায় খালিয়াজুরী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, যুগ্ম সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ, যুগ্ম সম্পাদক মির্জা জিয়া, এরশাদুল আলম শাহীন, আসাদুজ্জামান খোকন , যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, সদর ইউনিয়ন পরিষদ মেম্বার,রিয়াজ উদ্দিন তালুকদার, মেম্বার মোঃ মজলু মিয়া , এরশাদ মিয়া ,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল মিয়া, ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিন, সহ আরো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।