চট্টগ্রামে মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ল ২৫ ঘর

আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ দুপুর

চট্টগ্রাম নগরের সিআরবির মালিপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি বসতঘর পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে।
সোমবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের নিস্তব্ধতায় আগুন ছড়িয়ে পড়লে অধিকাংশ বাসিন্দা কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতর আটকা পড়েন। ঘুম ভাঙার আগেই অনেকে সর্বস্ব হারান। পোড়ানো ঘরগুলোর মধ্যে কয়েকজন এসএসসি পরীক্ষার্থীরও বসবাস ছিল। আগুনে তাদের মূল্যবান কাগজপত্র ও সার্টিফিকেটও পুড়ে গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার লিকেজকেই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষে নিশ্চিতভাবে বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস।
বস্তির অধিকাংশ বাসিন্দাই দিনমজুর, রিকশাচালক বা খেটে খাওয়া মানুষ। হঠাৎ এই আগুনে সবকিছু হারিয়ে তারা চরম দুরবস্থায় পড়েছেন।