নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে

আরবান ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩১ দুপুর
_original_1744518685.jpg)
ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আজ (শনিবার) বাংলাদেশি লাখো জনতা ‘মার্চ ফর গাজা’ শিরোনামের ব্যানারে বিক্ষোভ করেছেন। এতে সব ধর্ম-বর্ণের মানুষ অংশ নিয়েছেন।
শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এপি। তাদের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যম সেখানে নেতানিয়াহুর ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে।