শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
শিরোনাম

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই: মির্জা আব্বাস


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৬ মার্চ ২০২৫, ১১:১৩ দুপুর

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতা দিবসের দিনকে খাটো করে দেখাতে চায়।

বুধবার (২৬ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১ এর বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তারা আজকের দিনকে খাটো করে দেখাতে চায়। তাদের মুক্তিযুদ্ধে কোনো ভূমিকা ছিল না।
 
তিনি আরও বলেন, দলগতভাবে মতভেদের পার্থক্য থাকলেও দেশের প্রয়োজনে সবার ঐক্য একই থাকবে।
 
অপরদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, চব্বিশের আন্দোলন একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে।

তিনি বলেন, ৭১ এই দেশকে জন্ম দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে। তবে, গত ১৫ বছরে ফ্যাসিবাদ, সেই স্বাধীনতা নষ্ট করেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত