পূর্বধলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৭:৫৭ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
আজ বুধবার (১২মার্চ) এ কর্মসূচি পালিত হয়েছে।
এরআগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পূর্বধলা উপজেলা শাখা বিএনপির নেতা মোঃ রোকন উদ্দীনের সভাপতিত্বে পূর্বধলা উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নেত্রকোণা জেলা শাখা বিএনপির সদস্য এসএম শহীদুল্লাহ্ ইমরান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পূর্বধলা উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, পূর্বধলা সদর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ শেখ, উপজেলা শাখা বিএনপির নেতা ডাক্তার আব্দুল লতিফ, বিএনপি নেতা জমাল উদ্দিন, পূর্বধলা উপজেলা শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ নয়ন, সদস্য আব্দুল মোমেন, মোঃ হক মিয়া, উপজেলা শাখা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা গুলজার আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্য শহীদুল্লাহ্ ইমরান বলেন, আওয়ামী লীগের যেসকল নেতাকর্মী বিগত সময়ে অন্যায়, অবিচার, অত্যাচার, অপরাধ করেছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত পদক্ষেপ নিবেন।
আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি জনগণের সাথে ভালো আচরণ করবেন। অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন।