শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ বিকাল

নেত্রকোনার পূর্বধলায়  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে।

শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) দুপুর ২ ঘটিকায় পূর্বধলা হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন আইএবি অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ২০২৫ সালের নতুন কমিটির সভাপতি আরিয়ান আহমেদ ফাহিম, সহ-সভাপতি মো: রাকিবুল ইসলাম এবং মো: মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। পরে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান প্রধান বক্তা সাইফুর রহমান নির্জন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন। 

উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি জাহিদুল কানন পিয়াসের সভাপতিত্বে ও উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদ দিহান, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি শামিম হোসেন মাস্টার, সাবেক নেত্রকোনা জেলা সভাপতি মাওলানা আলমগীর হোসাইন মিসবাহ,  উপজেলা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আ: গফুর, উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি হাফেজ মোজাম্মেল হক, উপজেলা ইসলামি আন্দোলন সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী, নেত্রকোনার জেলা ইসলামি যুব আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন, মুজাহিদ কমিটির ছদর মুফতি মাওলানা মাজহারুল ইসলাম, এবি পার্টি নেত্রকোনা জেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী প্রমুখ। 

এসময় ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এতে প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, আমরা ইসলামের কথা অনুযায়ী দল পরিচালনা করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বাংলাদেশের সর্বস্তরের ছাত্রদের একমাত্র আদর্শ, আস্থাভাজন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতে চরমোনাই পীর সাহেবের দলকে আমরা শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত