শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় হেফাজতে ইসলামের কমিটি গঠন


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, পূর্বধলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) পূর্বধলা ষ্টেশনের জামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসায় এক সাধারন সভার মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাশেম।

উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব, মাওলানা আসাদুর রহমান আকন্দসহ পূর্বধলা উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরামগণ।  

নতুন কমিটির নাম ঘোষনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবুল কাশেম।

এতে সভাপতি নির্বাচিত করা হয়েছে জামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খানকে, সহ: সভাপতি করা হয়েছে ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাও: আবু তাহেরকে, সাধারণ সম্পাদক করা হয়েছে গোহালাকান্দা মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফতি নোমান সিরাজীকে এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নিজ হোগলা মহিলা মাদরাসার মুহাদ্দিছ, মাওলানা সাইফুল্লাহ মানসুর (জাহাঙ্গীর) কে। 

কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাচারের পতনে এ দেশের আলেম সমাজ ও মাদ্রাসা ছাত্রদের অবদান উল্লেখযোগ্য। আন্দোলনে শীর্ষ আলেমদের দিকনির্দেশনাও স্মরণীয়। সবার সম্মিলিত অংশগ্রহণে এবং নজিরবিহীন আত্মত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি । বৈষম্যমুক্ত একটি দেশের জন্যই আমরা সবাই লড়াই করেছি। সুতরাং এই নতুন বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য ও বঞ্চনা চাপিয়ে দেওয়ার সুযোগ আর নেই। আমরা ওলামায়ে কেরাম অন্তর্র্বতী সরকারকে সহযোগিতা করতে চাই। দেশের এই ক্রান্তিকালে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের কাজে আমাদের বঞ্চিত করার দুঃসাহস দেখালে তা মেনে নেওয়া হবে না। অচিরেই সংগঠনটির পুর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত