ফুলবাড়ীয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ দুপুর
_original_1738406958.jpg)
ফুলবাড়ীয়ায় তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর ময়মনসিংহের ফুলবাড়ীয়া আন্ধারিয়া পাড়া মোড়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ মোহাঃ সিরাজুল ইসলাম।
পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ আবুল মুনসুর,পরিচালনা করেন জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন খান,খাইরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সাব্বির হোসেন রবিন,যুবদলের আনোয়ার হোসেন সেলিম সরকার,তোফাজ্জল হোসেন,কামরুল ইসলাম, আশরাফুল,জয়নাল আবেদীন প্রমুখ।কোরআন তেলাওয়াত করেন নাছির উল্লাহ মারুফ।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ওয়ার্ডে ওয়ার্ড পথ সভা।বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে এই পথ সভা।আগামী দিনে ধানের শীষ মনোনয়ন ঝাঁকে দিবে তার নির্বাচন আমরা করব।