জামালপুরে বাংলা ৭১ টেলিভিশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ দুপুর
_original_1738386582.jpg)
দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে (অনলাইন নিউজ পোর্টাল) বাংলা ৭১ টেলিভিশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সাখাওয়াত হোসেন স্বপন এবং সাধারণ সম্পাদক এস আলম (বাংলা ৭১ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি) ও আনোয়ার হোসাইন বাংলা ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি, এবং দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: বিল্লাল খান প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের কাউন্সিলর, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: আবুল কালাম আজাদ, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা'র ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো: মেহেরুল হাসান, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর সদর থানা শাখার সহ-সভাপতি মো: আলাউদ্দিন আলাল।