রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

শান্তিগঞ্জে ১৫দিন যাবৎ বিদ্যুৎহীন ৫ পরিবার: দ্রুত সংযোগের আবেদন 


  শহীদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ৩১ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ বিকাল

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে মানুষ যেখানে আধুনিক জীবনযাপন করছে; সেখানে ১৫দিন যাবৎ অন্ধকারে দিন কাটছে শান্তিগঞ্জ উপজেলার ৫টি পরিবার।

উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে ১৫দিন ধরে বিদ্যুৎহীন জীবনযাপন করছেন ৫টি পরিবারে অর্ধশতাধিক সদস্যবৃন্দরা। দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য জেলা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির জিএম বরাবর আবেদন করেছেন আস্তমা গ্রামের ইরফান মিয়া গংরা।

এদিকে বিদ্যুৎহীন পরিবারের সদস্যদের ভাষ্যমতে আমরা বিগত ১৫ বছর ধরে পল্লী বিদ্যুৎ সংযোগ পেয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। গত ১৫ জানুয়ারি ঘুম থেকে উঠে দেখতে পাই আমাদের সঞ্চালন বিদ্যুৎ লাইনটি ছিঁড়ে মাটিতে পড়ে আছে। তাৎক্ষণিক আমরা শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে অফিস কর্মকর্তা এসে ৫টি পরিবারের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ট্রান্সমিটার চালু করে চলে আসে। 

অতপর বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করলেও কোন ধরনের ব্যবস্থা গৃহীত হয়নি। এবং পার্শ্ববর্তী বাড়ির ময়নুল ইসলাম সংযোগটি পূণরায় নির্মাণে বাঁধার সৃষ্টি করছেন। 

এমতাবস্থায় ৫টি পরিবারের কোমলমতি ছেলে-মেয়েদের পড়াশোনা বিঘ্নিত সহ নারী-পুরুষদের প্রতিনিয়ত নানা সমস্যা পোহাতে হচ্ছে। পরিবারগুলো দাবি অতিবিলম্বে সঞ্চালন বিদ্যুৎ লাইন সংযোগ স্থাপন করতে হবে। 

ঐদিকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির জেনারেল ম্যানেজার মিলন কুমার কুন্ডু আবেদনের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ অফিসের কোন সমস্যার জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। তাদের মধ্যে একজন লাইন দিতে সমস্যা করছেন৷ এটা সমাধান হলে সাথে সাথেই সংযোগ প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত