ঈশ্বরগঞ্জে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নীলকন্ঠ আইচ মজুমদার
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৫, ১১:১৪ দুপুর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হেলথ কমপ্লেক্সের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে নূরুল হক হলুদ বিজয়ী হওয়ায় সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ জহির আল মামুন (২৫) ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য দুই প্রার্থী ইফতেখার আলম খান রনি পান ২২ ও মোহাম্মদ আব্দুল মান্নান রয়েল পান ১৯ ভোট।
নির্বাচনে ৬৭ জন ভোটারের মাঝে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য পরিদর্শক পুলক চন্দ্র ব্রহ্ম ও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং প্রধান সহকারী আব্দুর রশিদ।