নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক, কুইজ ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৫, ১১:১১ দুপুর

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ২১ জানুয়ারি, মঙ্গলবার নকলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার দিপ জন মিত্র এর সভাপতিত্বে বিতর্ক, কুইজ ও নিউট্রিশন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
জনসচেতনতায় হাতধোয়া বিষয়ক পক্ষ দল ও বিপক্ষ দল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি কলেজ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী মাধ্যমিক বিদ্যালয়গুলো হলো: নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নকলা মডেল উচ্চ বিদ্যালয়, নারায়নখোলা উচ্চ বিদ্যালয়, মুক্তিযুদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয়, দনাকুর্শা উচ্চ বিদ্যালয়।
অংশগ্রহণকারী কলেজ গুলো হলো: নকলা হাজী জালমামুদ সরকারি কলেজ, নকলা চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ, ও চন্দ্রকোনা কলেজ। প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে প্রথমস্থান অর্জন করে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়স্থান নকলা মডেল উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে প্রথমস্থান হাজী জালমামুদ সরকারি কলেজ নকলা, দ্বিতীয়স্থান চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ নকলা।
উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা প্রোগ্রাম অফিসার, শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।