রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথের পর যা বললেন ডোনাল্ড ট্রাম্প


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২১ জানুয়ারী ২০২৫, ১১:৫১ দুপুর

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেন জেভি ভ্যান্স।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে। আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখব।’

ট্রাম্প তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন’-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগির বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী হয়ে উঠবে।

বক্তব্যে বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের মুখোমুখি হচ্ছে।

অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস চেয়ারম্যান ও ট্রাম্পের বিপরীতে প্রেসিডেন্ট পদে নির্বাচন করে হেরে যাওয়া কমলা হ্যারিস, ট্রাম্পমিত্র হিসেবে পরিচিতি স্পেসস্পেক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার প্রেমিকা লরেন সানচেজসহ রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত