শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল জেলা ফাইনাল অনুষ্ঠিত

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ রাত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-শ্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার জেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে বালক ও বালিকা গ্রæপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বালক বিভাগে নকলা উপজেলার বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে শ্রীবরদী উপজেলার টেংগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনালের হ্যাট্রিকম্যান বাছুরআলগা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিব মিয়া ‘ম্যান অব দি ফাইনাল’ ও দুই ম্যাচে ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং মিডফিল্ডার শান্ত মিয়া টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
অপরদিকে, বালিকা বিভাগে গত আসরের জেলা চ্যাম্পিয়ন সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিডফিল্ডার মারিয়া খাতুন ফাইনালের সেরা এবং আয়শা বেগম দুই ম্যাচে ২ গোল করে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ শাহীন-এর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজীব উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে এ ফুটবল প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া জেলার ৫ উপজেলার চ্যাম্পিয়ন ৫টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।