অবসরে গেলেন পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তিন সহকারী শিক্ষক

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪০ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তিনজন সিনিয়র শিক্ষক অবসর গ্রহণ করেছেন। তারা হলেন, ইসলাম ধর্ম বিষয়ক সিনিয়র সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলাম (মৌলভী স্যার), বিজ্ঞান বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক এসএম এনামুল করিম বাদশা, ও হিন্দু ধর্মীয় সিনিয়র শিক্ষক প্রানেশ চন্দ্র দাস।
এ উপলক্ষে গত মঙ্গলবার বিদ্যালয়ের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূরে আলম সিদ্দিকী মামুন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, সাবেক প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক জাহানারা বেগম তেনুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন্নাহার। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও অন্যান্য উপহার তোলে দেওয়া হয়।
উল্লেখ্য, মো: শহিদুল ইসলাম ১৯৮৬ সালের ৯ সেপ্টেম্বর পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন। এসএম এনামুল করিম বাদশা ১৯৯৫ সালের ২০ মে ফুলপুর উপজেলার কালিখা উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে তিনি ২০১২ সালের ১লা জুলাই পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৫ সালের ১৩ জানুয়ারী তিনি অবসর গ্রহণ করেন। প্রানেশ চন্দ্র দাস ১৯৯২ সালের ১লা নভেম্বর পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০২৪ সালের ৩০ আগষ্ট অবসর গ্রহণ করেন।