ফুলবাড়ীয়ার ভবানীপুরে বিএনপির জনসমাবেশ
রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ বিকাল
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ চত্বরে সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সঞ্চালনায় জেলা যুবদলের সদস্য মোঃ হুমায়ুন কবির।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন।
বক্তব্য রাখেন বিএনপি নেতা মজিবুর রহমান ফরাজি, আঃ লতিফ চৌধুরী,মোঃ শফিকুল ইসলাম খসরু খান, আব্দুল হেলিম মাষ্টার, হাকিম মাষ্টার, নাজমুল হক তারা, ওবায়দুল হক রুবেল, উপজেলা মহিলা দলের সহ সভাপতি উম্মে কুলসুম,বিএনপির নেতা ওয়াদুদ মাষ্টার, ফজলুল হক চৌধুরী, ইনছান আলী মাষ্টার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, জসিম উদ্দিন,হারুন অর রশিদ,আবু ইউসুফ প্রমুখ।
উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ বলেন, ফুলবাড়িয়া উপজেলার সুসংগঠিত ঐক্য বদ্ধ বিএনপি হবে। আমরা প্রতিটি ইউনিয়ন জনসমাবেশ করছি আমাদের বাধা প্রধান করেছে তারা বোকার স্বর্গে বাস করছে।এ সমাবেশে যারা উপস্থিত আছে তারা স্বৈরাচার হাসিনার নির্যাতনের শিকার।