কলমাকান্দায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ বিকাল
নেত্রকোনার কলমাকান্দায় জামায়াতে ইসলামী বাংলাদেশ, কলমাকান্দা শাখার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলা মোড়ে ইচ্ছে ঘুড়ি কফি হাউজের তিন তলায় উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এই৷ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মো. মাহফুজুর রহমানএর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলার জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মো. জহিরুল ইসলাম।
এ সভায় সাংবাদিক জহিরুল ইসলাম মামুনের সঞ্চালনায় আলোচনা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম ও সাবেক আমির মো. হাবিবুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান প্রমুখ।
সভায় বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, "গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম যা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।