বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

আমৃত্যু উজ্জীবক কবি মুশাররাফ করিম শীর্ষক বীক্ষণ আসর 


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ১০ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ দুপুর

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত  ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩১ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় 'সৃজনে-সংগঠনে আমৃত্যু উজ্জীবক কবি মুশাররাফ করিম। 
 
বীক্ষণ আসরে সভাপতিত্ব করেন কবি সোহরাব পাশা। আলোচনা করেন কবি আলম মাহবুব,কবি আসাদ উল্লাহ,  বাচিক শিল্পী সজল কোরায়শী, কবি নাফিসা মাহ্জাবীন দোলা,গবেষক চান মিয়া ফকির, সারওয়ার কামাল রবীন,  কবি সোহেল মাজহার,গবেষক অহিদ রহমান,  এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো প্রমুখ। চুম্বক কথা বলেন কবি স্বাধীন চৌধুরী সাধারণ সম্পাদক ময়মনসিংহ সাহিত্য সংসদ,  সঞ্চালনা করেন কবি জুবায়েদ ইবনে সাঈদ আহ্বায়ক বীক্ষণ। 
 
আসরে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ,  কবি আহমেদ শাহাবুদ্দিন, কবি এম জামান, কবি জামাল উদ্দিন, কবি সুপ্রিয় কুমার বণিক,  বাচিকশিল্পী শেখ মাহবুব,  কবি বোরহান উদ্দিন বিপ্লব, কবি আমজাদ শ্রাবণ, কবি রফিকুল ইসলাম মানিক, কবি মৌমিতা পাল, বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি,বাচিকশিল্পী ঋতু ভট্টাচার্য, কবি জি সি দেবনাথ, কবি রাকিবুল হাসান, কবি তাসনিম আলম,সংবাদকর্মী নবি হোসেন লাদেন, রিকমা আক্তার, নাঈমা খাতুন, রুবাইয়াত রুহানী প্রমুখ। ২য় পর্বে উপস্থিত কবি বৃন্দ স্বরচিত পাঠ করেন।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত