বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় এক রাতে খামারীর ৫টি গরু চুরি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় এক রাতে খামারীর ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী শরিফ আহমেদ এর বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল তাঁর গোয়ালঘরের শিকল কেটে তিনটি ষাড় গরু ও দুটি গাভী গরু নিয়ে যায়। 

মালিকের ছোট ভাই শিমুল আহমেদ জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালে থাকা ৭টি গরু বেঁধে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ঘরের শিকল কাটা। পরে ঘোয়ালে প্রবেশ করে দেখেন ২টি গরু বাঁধা বাকি ৫টি নেই। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়া ৫টি গরুর মূল্য ৪ লাখ টাকা হবে বলে জানান। 

এবিষয়ে স্থানীয়দের ধারনা চোরেরা গরুগুলি চুরি করে রাস্তার উপরে গাড়ী রেখে উঠিয়ে নিয়ে যায়। উপজেলায় বর্তমানে গরুচুরি বেড়ে গেছে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক গরু ঘটনা ঘটেছে। এমন দূর্ধষ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চোর আতংক বিরাজ করছে, তারা চুরি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, আজকে ভোররাতে রাতে খলিশাউড় ইউনিয়নের পাজুনিয়া গ্রামে গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চোর চক্রকে খুঁজে বের করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত