পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ অনুষ্ঠান
রুহুল আমিন
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৫ দুপুর
নেত্রকোণার পূর্বধলায় গতকাল বৃহস্পতিবার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২০২৫ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, সিনিয়র সহকারি শিক্ষক নূর আহাম্মদ খান রতন, সিনিয়র সহকারি শিক্ষক আব্দুস সালাম মন্ডল ও বিভিন্ন শ্রেণির মনোনীত শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী জানান, সরকারি বিধি অনুযায়ী ২০২৫ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ১১০জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং পড়াশোনায় মনোযোগীসহ বিদ্যালয়ের নিয়মনকানুন মেনে চলতে হবে।