মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিত করণে করনীয় আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://ajkerarban.com/public/images/2024-09/IMG-20240928-WA0011_1727521625.jpg)
আজাদ ইমরান শরীফ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ বিকাল
![](https://ajkerarban.com/public/images/2024-12/IMG_20241212_173427_(800_x_450_pixel)_original_1734003691.jpg)
১২ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা এর উদ্যোগে ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ এআরএফবি এর সহযোগিতায় এআরএফবি এর হলরুমে নেত্রকোনার মগড়া নদী সুষ্ঠু প্রবাহ নিশ্চিতকরণে দলীয় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এআরএফবি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ সোসিও ইকোনমিক এন্ড রুরাল এডভান্স এসোসিয়েশন (সেরা) নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এডাব জেলা সেক্রেটারি কেএম জামি, রুপালি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, গ্রাম উন্নয়ন সংস্থার মো আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মী ভজন দাস, নেত্রকোনা আলো ডটকমের সম্পাদক সোহেল রাজা, সমাজকর্মী নাজমুল শাহাদাত নাজু সহবিভিন্ন সচেতন নাগরিকবৃন্দ , সাংবাদিক ও পরিবেশ কর্মীগণ।
আলোচনা সভায় বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ বলেন, নেত্রকোনা অঞ্চলের হুমকির মুখে পড়া নদীগুলো দুরবস্থা ও এর সমাধান নিয়ে নেত্রকোনার স্থানীয় জনসাধারণ ও আইনগত বিষয়ে বেলা সহযোগিতা প্রদান করবে। নেত্রকোনার মগড়া নদীর প্রভাহ সৃষ্টির লক্ষ্যে বেলা কাজ করছে। মুক্ত আলোচনায় বক্তাগন বলেন, দীর্ঘদিন যাবত মগড়া নদী নিয়ে মানববন্ধন সেমিনার বক্তব্য অনেক হচ্ছে বাস্তবে কোন কাজ হচ্ছে না আমরা চাই নদীর সংস্কার নদীটির প্রবাহ , নেত্রকোনা মগরা নদীর দখলমুক্ত, স্থাপনা উচ্ছেদ,পরিচ্ছন্ন নদী, দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা।
মগরা নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পিত একটি স্লুইচ গেট(ত্রিমোহনী) আলোচনা সভায় স্লুইচ গেটটি তুলে নেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়। নেত্রকোনা পৌরসভা অঞ্চলের মগড়া নদীকে গ্রীন এন্ড ক্লিন সিটি করার আহবান জানানো হয়।