শেরপুরে জামায়াতের সাংসদ প্রার্থীর মতবিনিময়
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ দুপুর
আগামী জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার রাতে জেলা জামায়াতের পক্ষ থেকে শহরের খরমপুরস্থ নির্ঝর রেস্তোরার হারমনি হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে শেরপুর জেলাকে এগিয়ে নিতে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, তিনি এ আসন থেকে নির্বাচিত হলে সর্বপ্রথম শিক্ষা, কৃষি ও শিল্প প্রতিষ্ঠান গড়তে প্রাধন্য দিবে। এছাড়াও তিনি এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে নিবেদিত থাকবে।
এ সময় জেলা আমির বলেন, দেশে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য জমায়েত ইসলাম কাজ করে যাচ্ছে। তাই আমাদের দল থেকে এ আসনে হাফেজ মুহম্মদ রাশেদুল ইসলামকে মনোনীত করা হয়েছে। তিনি আরো বলেন, আমাদের দলীয় কেন্দ্রীয় সাবেক নেতা শহীদ কামরুজ্জামানের পরিকল্পনার অসমাপ্ত কাজগুলো করবেন।
অনুষ্ঠানে জেলা জামায়াত ও জেলা ছাত্রশিবিরের অন্যান্য নেতা-কর্মী এবং জেলায় কর্মরত অর্ধশত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।