বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

কলমাকান্দায় এতিমখানা ও মাদ্রাসায় দুম্বার মাংস বিতরণ


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ রাত

সৌদি সরকার প্রেরিত দুম্বার মাংস নেত্রকোনার কলমাকান্দা  উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়  বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ফাইযুল ওয়াসীমা নাহাত। 
 
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় থানার প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার এতিমদের মধ্যে  দুম্বার মাংস বিতরণ করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল উপ-সহকারি প্রকৌশলী মাহমাদুল হাসান, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট এতিমখানা ও মাদরাসার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।
 
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা থেকে  উপজেলায় ২১ কার্টন দুম্বার মাংস বরাদ্দ দেওয়া হয়। পরে মঙ্গলবার বেলা সাড়ে  ১১টায় বরাদ্দ পাওয়া উক্ত মাংস উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩৩টি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত