বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় বাংলাদেশ খেলাফত মজলিশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ খেলাফত মজলিশের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গত রবিবার বাংলাদেশ খেলাফত মজলিশ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার হ্যালিপেড মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ, মাও. মোশাররফ হোসাইন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ নেত্রকোণা জেলা শাখার সভাপতি ও জামিয়া শাহিদিয়া এমদাদিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও. জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির নেত্রকোণা জেলা শাখার সহ সাধারন সম্পাদক মাও. হাবিবুর রহমান।

সংগঠনটির পূর্বধলা উপজেলা শাখার সাধারন সম্পাদক মুফতি তোফাজ্জল হোসেন ও মাও. সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির পূর্বধলা উপজেলা শাখার সহ সভাপতি, ঘাগড়া ফয়জুল উলুম মাদরাসার মুহতামিম মাও. আবু তাহের, মাও. আব্দুল কাদির, পূর্বধলা সদর ইউনিয়ন শাখার সভাপতি মাও. রুহুল আমিন, নারান্দিয়া ইউনিয়ন শাখার সভাপতি  হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলামী হুকুমাত কায়েমের জন্য সকল ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের মাঝে বৃহত্তর ঐক্য গড়ে তোলতে হবে। ভবিষ্যতে কোন প্রকার ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে। অতীতে আলেম উলামাদের উপর অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে ভবিষ্যতে যাতে এমটিনর পুনরাবৃত্তি করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে। শেষে দেশ ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত