ফেসবুক ব্রডকাস্ট চ্যালেন এক্সেস পেলেন মনোনেশ দাস
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ বিকাল
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্রডকাস্ট চ্যালেন এক্সেস পেলেন দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা মনোনেশ দাস।
৫ ডিসেম্বর ২০২৪ সকাল থেকে মনোনেশ দাসের ভেরিফাইট পেইজে ব্রডকাস্ট চ্যালেন চিহ্ন প্রদর্শিত হচ্ছে।
জানা যায়, মনোনেশ দাস ইতিপূর্বে ফেসবুক থেকে রিলস সুপারস্টার সন্মাননা সন্মান অর্জন করেন। এছাড়াও তিনি ফেসবুক কনসিস্টেন্ট রিলস ক্রিয়েটর ও টপ রাইজিং ক্রিয়েটর এবং আকর্ষণীয় কথোপকথন শুরু করার জন্য শ্রোতা এবং সহকর্মীদের মধ্যে অনুপ্রেরণামূলক সামগ্রী তৈরি করার স্বীকৃতিপ্রাপ্ত হন।
মনোনেশ দাস নাগরিক সাংবাদিক হিসাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমও জনপ্রিয়। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় চারণ সাংবাদিক হিসাবে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক), দৈনিক প্রতিদিনের কাগজ ও ময়মনসিংহ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এবং সাহিত্য সংগঠন কথা পাবলিশার্স কর্তৃপক্ষ তাকে সন্মাননায় ভূষিত করেন।
ময়মনসিংহ সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাবেক কার্যকরী কমিটির সদস্য মনোনেশ দাস মুজাটি এলাকায় মুক্তিযুদ্ধে শহীদ পরিবারে জন্মগ্রহন এবং মুক্তাগাছার ডিস্পেন্সারী রোডের পৈত্রিক বাড়িতে বসবাস করেন।