ইসরায়েলি বাসে গুলিতে আহত ৮, হামলাকারী নিহত
আরবান ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ রাত
পশ্চিমা তীরে ইসরায়েলের একটি বাসে এক বন্দুকধারীর হামলায় আটজন আহত হয়েছেন। হামলার পরপরই ইসরায়েলি সেনারা হামলাকারীকে গুলি করে হত্যা করে। ইসরায়েলি সামরিক বাহিনী ও জরুরি সেবা বিভাগের বরাতে শুক্রবার এই তথ্য জানা গেছে।
ইসরায়েলের এমডিএ (ম্যাগেন ডেভিড অ্যাডম) মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। অন্য চারজন বাসের কাচ ভাঙার আঘাতে আহত হয়েছেন।
হামলাকারীর পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
গত বছর অক্টোবর থেকে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে সহিংসতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে ফিলিস্তিনি হামলায় অনেক ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, পশ্চিম তীরে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সশস্ত্র যোদ্ধা ও পাথর নিক্ষেপকারী তরুণরা রয়েছেন।
ইসরায়েলি ও ফিলিস্তিনি সংঘর্ষে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই ধরনের সহিংসতা পুরো মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে।