ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৯ নভেম্বর ২০২৪, ০৯:০৬ রাত

চট্টগ্রাম আদালতে আইনজীবি এডভোকেট সাইফুল ইসলাম আলিফ-কে হত্যা, মসজিদ ও আদালত ভবনে ভাংচুরের প্রতিবাদে এবং বিচারের দাবীতে নেত্রকোনার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে সর্বস্তরের ওলামায়ে কেরামের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ তৌহিদি জনতা অংশ নেয়।

তারা  উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পূর্বধলা বাজারের খাদ্য গুদাম রোড, জামতলা বাজার, থানা রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে পল্লী বিদুৎ অফিসের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ।

প্রতিবাদ সমাবেশে এসময় বক্তব্য রাখেন, মুফতি জমির উদ্দিন, মুফতি তোফাজ্জল হোসেন, মুফতি জুনায়েদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার জয়েন সেক্রেটারি মাও. আলমগীর হোসাইন মিসবাহ, উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওঃ আমিনুল হক লিমন, হাফেজ ক্বারী শেখ ফয়জুল্লাহ সাইফি, ছাত্রদলের সদস্য নোমান ফকির প্রমুখ। 

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মাদ্রাসার ছাত্ররা, সর্বদা আপনাদের পাশে থেকেছি। এমনকি আপনাদের মন্দির রক্ষার জন্য পাহারা দিয়েছি। সম্প্রতি দুর্গাপূজা উদযাপন হয়েছে। আমরা বাংলাদেশে নির্ভিগ্নে, শান্তি ও নিরাপত্তার সাথে দুর্গাপূজা পালন করতে পারেন, তা নিশ্চিত করেছি। কেউ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করে, সেই ষড়যন্ত্র আমরা মূলোৎপাটন করব। 

এসময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ইস্কন সদস্যসহ খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবী জানান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত