ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তৈরি মঞ্চ ভাংচুর, ছিড়ে ফেলা হয়েছে ব্যানার


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ২৯ নভেম্বর ২০২৪, ০৭:০১ বিকাল

যশোরের কেশবপুরের কলাগাছি বাজারে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে তৈরি মঞ্চ ভাংচুর ও ব্যানার ছিড়ে দেওয়া হয়েছে। এ সময় পল্লী উন্নয়ন ক্লাব ও একটি পাঠাগারও ভাংচুর হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে সুফলাকাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কলাগাছি বাজারে।

এলাকাবাসী ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, সুফলাকাটি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিপ্লব ও সংহতি দিবস পালনের লক্ষ্যে পল্লী উন্নয়ন ক্লাবের সামনে মঞ্চ তৈরি করা হয়। মঞ্চে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের নাম সম্বলিত ব্যানার টানানো ছিল। বুধবার রাতে মঞ্চ ভাংচুরসহ ব্যানারটি ছিড়ে ফেলা হয়। সকালে ঘটনাটি জানাজানি হলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এ ব্যাপারে সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম মহিউদ্দীন বলেন, ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে তৈরি মঞ্চ রাতের আধারে কে বা কারা ভাংচুর করেছে। এ সময় মঞ্চে টানানো শহীদ জিয়ার ছবি সম্বলিত ব্যানারটিও ছিড়ে ফেলা হয়। ভাংচুর করা হয়েছে পল্লী উন্নয়ন ক্লাবের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও পাশের একটি পাঠাগার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত