মাসাতো কান্দা হলেন এডিবির নতুন প্রেসিডেন্ট
আরবান ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ রাত
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট হয়েছেন মাসাতো কান্দা। ৫৯ বছর বয়সি কান্দা বর্তমানে জাপানের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। সংস্থাটির বোর্ড অব গভর্নরস সর্বসম্মতিক্রমে তাকে ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি এডিবির দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২৬ সালের ২৩ নভেম্বর পর্যন্ত নতুন প্রেসিডেন্টের মেয়াদ নির্ধারিত রয়েছে।
বৃহস্পতিবার ম্যানিলায় অবস্থিত এডিবির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বোর্ড অব গভর্নরসের চেয়ার এবং ব্যাংক অব ইতালির গভর্নর ফ্যাবিও প্যানেটা বলেন, আন্তর্জাতিক অর্থায়নে কান্দার বিস্তৃত অভিজ্ঞতা এবং বহুপাক্ষিক সেটিংসে প্রমাণিত নেতৃত্ব এডিবিকে জটিল বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নেভিগেট করতে এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভালো কাজ করতে এডিবি বোর্ড অব গভর্নরস কান্দার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
প্রায় ৪ দশকের অভিজ্ঞতার সঙ্গে কান্দা জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রধান নেতৃত্বের ভূমিকা পালন করেছেন, যার মধ্যে আন্তর্জাতিক বিষয়ক অর্থমন্ত্রীর সহ-সভাপতির দায়িত্ব সামলেছেন। আর্থিক খাতের নীতি এবং সামষ্টিক অর্থনীতিতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আর্থিক পরিষেবা সংস্থায় ডেপুটি কমিশনার, বাজেট ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং নীতি পরিকল্পনা ও সমন্বয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষা ও বিজ্ঞান নীতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংস্কারের একজন নেতৃস্থানীয় বিশেষজ্ঞ।