ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

এবার প্রকাশ্যে এলো বেরোবি শিবির সভাপতি-সেক্রেটারি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৮ নভেম্বর ২০২৪, ০৪:০১ দুপুর

শিবিরের সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার। ছবি সংগৃহীত  

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্যে আসতে থাকেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তারই ধারাবাহিকতায় গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের আত্মপ্রকাশ হয়েছে।

প্রকাশ্যে এসেছেন শিবিরের দুইজনের নাম সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে তাদের পরিচয় প্রকাশ পায়।

জানা যায়, ছাত্র শিবিরের সভাপতি সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স ২০১৭-১৮ এবং মাস্টার্স ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়। 

আর সেক্রেটারি মো. সুমন সরকার ইংরেজি বিভাগের স্নাতক ২০১৮-১৯ এবং স্নাতকোত্তর ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। তার স্থানীয় বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।

সেখানে বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সোহেল রানা বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র সমাজ যে একতার পরিচয় দিয়ে আমরা স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি। তাই আবারও ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের যেকোনো কার্যক্রম রুখে দেবো।’

বুধবার ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী, বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড়ে ইসকন বিরোধী আন্দোলনে ভাষণ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত