সুপার ওভারের নাটকীয়তায় হ্যাম্পশায়ারের কাছে রংপুরের হার
আরবান ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩৭ দুপুর
জয়ের খুব কাছে গিয়েও হারতে হলো রংপুর রাইডার্সকে। শেষ ২৫ বলে ১৭ রান দরকার ছিল, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ টাই হয়। আর সুপার ওভারে গিয়ে শেষ পর্যন্ত হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে হেরেই গেলেন নুরুল হাসান সোহানরা।
গ্লোবাল সুপার লিগে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা হ্যাম্পশায়ার নির্ধারিত ওভারে ১৩২ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করা রংপুরের ইনিংসে ৮ উইকেট হারিয়ে সেই ১৩২ রানেই শেষ হয়।
পরে সুপার ওভারে প্রথমে ব্যাট করা রংপুর এক উইকেট হারিয়ে ১২ রান তোলে। যেটি এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় হ্যাম্পশায়ার।
টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেওয়া হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন শান মাসুদ। তিনি ৩টি চার ও ২টি ছক্কায় এই ইনিংস খেলে জ্যাক চ্যাপেলের বলে আউট হন। ২৮ রান করেন ওপেনার আলি ওর।
রংপুর বোলারদের মধ্যে চ্যাপেল ৪ ওভারে ২৩ রানে ৫টি উইকেট নেন। হারমিত সিং ২টি উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। সৌম্য সরকার সর্বোচ্চ ২২ বলে ২৭ রান করেন। খুশদিল শাহ ২৫ ও সোহান ২৪ করলেও শেষে ব্যর্থতায় ম্যাচ টাই হয়।
হ্যাম্পশায়ারের হয়ে দুটি করে উইকেট নেন লিয়াম ডসন ও জেমস ফুলার।