ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৪ রাত

আদালত থেকে তোলা ছবি।

নেত্রকোনার বারহাট্টায়  স্ত্রী হত্যা মামলায় ৩০২/৩৪ ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় স্বামী রাসেলকে মৃত্যুদন্ড, ভাইকে যাবজ্জীবন ও তার মা মাজেদা আক্তারকে দন্ড বিধির ২০১ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামীদের উপস্থিতে এ আদেশ দেন।

বারহাট্টা থানার মামলা ১৩(১)২০২০, জি,আর, ১৩ (২)২০২০ রাষ্ট্র পক্ষের বিজ্ঞ কৌশলী ছিলেন আবুল হাসেম এবং আসামী পক্ষের কৌশলী মো. আব্দুল কাদির।

নেত্রকোনার বারহাট্টায় সিংধা ভাটিপাড়া গ্রামে ২০২০ সালের ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক রাত ৯টার সময় রাতে খাওয়া শেষে ঘুমিয়ে যায়। পরে রাত আনুমানিক ২টার দিকে চিৎকার চেচামেচি ও হইচই শুনে সাক্ষীগণ সহ স্থানীয় লোকজন এসে দেখে রহিজ মিয়ার মেয়ে ও রাসেলের স্ত্রী তমালিকার গলাকাটা মরদেহ বসত ঘরের সামনে বারান্দায় পরে থাকতে দেখে। এরপর বারহাট্টা থানাপুলিশকে জানালে থানাপুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তিত শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পেরণ করে।

আরও জানা যায় ২০২০ সারের ৮ জানুয়ারি দিবাগত রাত  সাড়ে ১১টা থেকে দুইটার মধ্যে যেকোন সময় ধারালো অস্ত্র দিয়ে তমালিকাকে গলাকেটে জখম করে হত্যা করে।

তমালিকা এসময় ৭মাসের অন্তঃসত্ত্বা ছিল।এঘটনায় বারহাট্টা থানায় বাদী হয়ে রহিজ মিয়া ২০২০ সারের ১০ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় স্বামী রাসেল মিয়া, ভাই হিমল মিয়া ও মা মাজেদা আক্তারকে আসামী করে মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত