রুমির কথা ও সুরে সালমার দুই গান
আরবান ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১২:১৬ দুপুর
গীতিকার মামুন আফনান রুমির লেখা ও সুরে নতুন দুটি গানে কন্ঠ দিয়েছেন নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। গান দুটির সুর করেছেন এস.ডি. সাগর। গান দুটি ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশিত হবে।
চমৎকার গান দুটি নিয়ে সালমা বললেন," গান দুটি মৌলিক এবং ভিন্ন টাইপের হওয়ায় আমার খুবই ভালো লাগলো। আমি গান দুটি নিয়ে আশাবাদী। দুটি গানই দর্শক খুব পছন্দ করবে বলে আমি মনে করি।
গীতিকার মামুন আফনান রুমি বলেন, "সালমা আপুর জন্য এর আগেও গান লিখেছিলাম, তবে আমার কথা ও সুরে এবারের গানগুলো সালমা আপু খুব আবেগ দিয়ে গেয়েছেন। গান দুটি সম্পূর্ণ ভিন্ন ধারার হওয়ার কারনে এটি দর্শকদের মনে জায়গা করে নিবে বলে আমি আশাবাদী। খুব শীঘ্রই গান দুটি মিউজিক ভিডিওসহ প্রকাশ করা হবে।