ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

অভিষেক ছাড়তে চেয়েছিলেন অভিনয়, ফেরালেন কে?


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ বিকাল

ক্যারিয়ারে যেমন সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনই ব্যর্থতারও সাক্ষী থেকেছেন অভিষেক বচ্চন। এক সময় পর পর ছবি ফ্লপ করেছে অভিষেকের। কঠিন সময়ে, অভিনেতা নাকি অভিনয় ছাড়ারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু তারপর নিজের সিদ্ধান্ত বদল করেছিলেন অভিষেক।

সম্প্রতি, ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিষেকের অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। অভিষেক বলেন, ‘‘ক্যারিয়ারে তখন পর পর অনেকগুলো ছবি ব্যর্থ হয়েছে। সমালোচকরা আমাকে বিদ্ধ করছিলেন। ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ছবিতে কাজ করতে শুরু করি।

ভেবেছিলাম অবস্থা বদলাবে। কিন্তু কিছুই হচ্ছিল না। ’’ তার পর আর উপায় না দেখে বাবা অমিতাভ বচ্চনের শরণাপন্ন হন অভিষেক। বাবাকে জানান যে, তিনি অভিনয় ছেড়ে দিতে চান।

অভিষেক জানিয়েছেন, সেই কঠিন সময়ে বিগ-বি পুত্রের হাত ধরেন। তাকে মনের জোর বাড়াতে সাহায্য করেন। অভিষেকের কথায়, ‘‘বাবা বলেন, ‘সময়ের সঙ্গে তুমি উন্নতি করছ। তোমার মধ্যে একজন ভাল অভিনেতা লুকিয়ে রয়েছে। নিজেকে আরও ভাল করে তোলার একটাই রাস্তা, অভিনয় করতে থাকা’।

’’ অমিতাভ একই সঙ্গে ছেলেকে পর পর যে ছবিই আসুক না কেন, সেখানে অভিনয় চালিয়ে যেতে বলেন।

অভিষেক জানান, বাবার পরামর্শ মতো তার পর থেকে চরিত্র নিয়ে কোনও বাছ-বিচার না করেই একের পর এক অভিনয় করতে থাকেন। তারপর এক সময়ে আবার বক্স অফিসে তাঁর ছবি সফল হওয়ার পর পরিচালকেরা ফের অভিষেকের উপর ভরসা ফিরে পান বলেই জানিয়েছেন তিনি। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিষেক। এই ছবিতে তার বিপরীতে বলিউডে অভিষেক হয় কারিনা কাপুর খানের। তবে ২০০২ সালে ‘ধুম’ ছবিতে প্রথম বক্স অফিসে সাফল্যের মুখ দেখেন অভিষেক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত