সাবেক আইজিপি মামুন আবারও ৩ দিনের রিমান্ডে
আরবান ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৪ দুপুর
রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফের ৩ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন সকালে সাবেক এই আইজিপিকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।