ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে দোয়া ও মাহফিল 


  শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি

প্রকাশ :  ০৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ রাত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনা মদন উপজেলার ৩নং মদন ইউনিয়নের কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশাল জনসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর শনিবার বিকেল ৪ ঘটিকায় মদন ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে কাপাসাটিয়া গ্রামবাসীর উদ্যোগে ও জাফর ইকবালের সভাপতিত্বে মদন ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমেদ পুতুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউপি চেয়ারম্যান মো. নুরুল আলম তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম (ভুলু), সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের আজাদ, সাবেক পৌর আহবায়ক সাইদুর রহমান (সম্রাট), সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমদ সেকুল, সাবেক উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক কামরুল হাসান প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি'র  নেতাকর্মী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত